রংপুরে জাতীয় পার্টি নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫
রংপুরের পীরগাছায় জাতীয় পার্টির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সদরুল ইসলাম (৪৫) ইটাকুমারী ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি। পীরগাছা থানার ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের অদূরে এ ঘটনা ঘটে। রাতে মোটর সাইকেলযোগে কালিগঞ্জ বাজার থেকে ফেরার পথে ৪-৫জন দুর্বৃত্ত সদরুলের গতিরোধ করে। পরে তাকে মাথায় ও হাতে-পায়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদরুল একটি হত্যা মামলায় কয়েকদিন আগে জামিনে মুক্তি পান বলেও জানান তিনি।