আবেদনময়ী পরিনীতি
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
বিনোদন প্রতিনিধি,
‘ইশকজাদে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বেশ ভালই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন হওয়ায় তার উপর দর্শকদের কৌতূহল ও আগ্রহও একটু বেশি ছিল। কিন্তু এ ছবির পর থেকে পরিনীতি নিজেকে আর তেমনভাবে মেলে ধরতে পারেননি। তার সর্বশেষ ছবি ‘কিল দিল’ ছিল বলিউড বক্স অফিসে সুপার ফ্লপ। সব মিলিয়ে গত এক বছর ধরে পরিনীতির সময়টাও ভাল যাচ্ছে না। কোন নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হননি তিনি এ সময়ে। এ সময় তিনি ব্যস্ত থেকেছেন বিজ্ঞাপনের শুটিংয়ে। তাছাড়া বেশ কিছু ফ্যাশন শোতেও অংশ নিয়েছেন। তবে এক বছর পর সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরিনীতি। নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করবেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক প্রভুদেবা। আর এ ছবিতে সম্পূর্ণ আবেদনময়ী পরিনীতিকে দেখা যাবে। আগের ছবিগুলোতে রোমান্টিক পরিনীতিকেই আবিষ্কার করা গেছে। তবে এবার সেক্সসিম্বল ইমেজে পর্দায় আসছেন তিনি। এরই মধ্যে এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিনীতি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এ তারকা। তবে ছবিতে তার নায়ক হিসেবে কে থাকবেন সেটি ঠিক হয়নি। এটি মূলত একটি রোমান্টিক ড্রামানির্ভর ছবি। পরিনীতি এখানে অভিনয় করবেন একজন পতিতা চরিত্রে, যে কিনা এই বেশে থেকে অন্ধকার জগতের খোঁজখবর আইন প্রয়োগকারী সংস্থাকে পৌঁছে দেন। এ চরিত্রটি করতে গিয়ে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হবেন তিনি। এ বিষয়ে পরিনীতি বলেন, এ ধরনের চরিত্র আগে আমি করিনি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ একই সঙ্গে এখানে আবেদনময়ী রূপে আমাকে যেমন দেখা যাবে, আবার অ্যাকশন দৃশ্যেও কাজ করতে হবে। সব মিলিয়ে আমার ক্যারিয়ারে ছবিটি নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস। আশা করছি ভাল কিছুই হবে।