নতুন করে সতর্কবার্তা সংযুক্ত করলো অস্ট্রেলিয়া
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
রংপুরে জাপানের এক নাগরিক হত্যা হবার পর বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্কতা হালনাগাদ করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়া সরকারের স্মার্ট ট্রাভেলার ডট জিওভি ডট এইউ ওয়েবসাইটে আজ নতুন সংযোজন করা সতর্কবার্তায় বলা হয়, ‘এক জাপানি নাগরিককে রংপুরে গত ৩রা অক্টোবর হত্যা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, আইসিল (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত) ওই হামলার দায় স্বীকার করেছে। যদিও এ দাবি এখনও যাচাই করা যায়নি। অস্ট্রেলিয়ান সরকার ঢাকায় নিজেদের কর্মীদের আপাতত চলাচলের জন্য শুধুমাত্র যানবাহন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। যেসব স্থানে বিদেশীরা নিয়মিত যাতায়াত করে, এমন পাবলিক প্লেসে যাতায়াত সীমিত করার জন্য কর্মীদের প্রতি যে নির্দেশনা আগে থেকে রয়েছে, তার সঙ্গে নতুন এ নির্দেশনা যুক্ত হলো। আমরা সুপারিশ করতে চাই যে, অস্ট্রেলিয়ার নাগরিকরাও এ নিরাপত্তা সতর্কতা মেনে চলবে। সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। বাংলাদেশে আপনাদের (অস্ট্রেলিয়ান নাগরিকদের) উচ্চমাত্রার সতর্কতা চর্চা করা উচিৎ।