সরকারকে বিব্রত করতেই সিজারকে হত্যা: হানিফ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সরকারকে বিব্রত করার জন্যই সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’
বৃহস্পতিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘ইতালির নাগরিক সিজার তাবেলা নিহত হয়েছে। তার কোনো ব্যক্তিগত ও পারিবারিক শত্রু নেই বলে জানা গেছে। তার হত্যাকাণ্ডের ধরন দেখে জানা গেছে— এটা ছিনতাইয়েরও কোনো ঘটনা নয়।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি (সিজার তাবেলা) রাজনৈতিক কারণে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের পুরস্কার গ্রহণ করছেন এবং বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন সেই সময়ে তাঁকে বিব্রত করার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।’