ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মহিলাদের জন্য অনুষ্ঠিত হলো কুরআন রিভিশন ডে
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫
লন্ডন, ৩০ সেপ্টেম্বর ২০২৫: ইস্ট লন্ডন মসজিদ এই প্রথমবারের মতো মহিলা শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য আয়োজন করলো বিশেষ কুরআন রিভিশন ডে । গত ২৬ আগস্ট মারিয়াম সেন্টারে অনুষ্ঠিত এই কুরআন রিভিশন কর্মসূচিতে ৫৫ জন শিক্ষিকা ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই ৫৫ জনের মধ্যে ৩৪জন ছিলেন শিক্ষিকা । অংশগ্রহণকারিরা সারাদিন কুরআন তেলাওয়াত করেন ও কুরআনের মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করেন।
ভোর সাড়ে ৫টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে রিভিশন ডে’র কার্যক্রম শুরু হয় । সকাল ৬ টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান । দিনব্যাপী এই আয়োজনে তিনটি তিলাওয়াত সেশন অনুষ্ঠিত হয় । এটা ছিলো একান্ত নিরিবিলি পরিবেশে কুরআনের সাথে গভীরভাবে সংযুক্ত থাকার এক অপুর্ব সুযোগ । দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের ৪৭২টি জুজ তেলাওয়াত করেন এবং চারটি পূর্ণ খতম সম্পন্ন করা হয়।
দিনশেষে সমাপনী অনুষ্ঠানে এতে শিক্ষার্থীদের হাতে এপ্রিসিয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কুরআন রিভিশন ডে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইস্ট লন্ডন মসজিদ। এই উদ্যোগ আল্লাহর কিতাবের সাথে নারী-সমাজের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে ।

