কার্ডিফে দারুল ক্বিরাত ও তাজবীদ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫
ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখাকেন্দ্রে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। গত ২৩ আগস্ট শনিবার এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে শাখার প্রধান ক্বারী ও নাজিম, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মকিস মনসুর এবং মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া। শিক্ষার্থী হোসেইন আলীর কোরআন তিলাওয়াত ও হুমায়রা চৌধুরী শানার নাশিদ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া, সেক্রেটারি হারুন তালুকদার, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তাসলিম, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু ও আব্দুল শাহিন, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, জহির আলী, জিম্মি খান, আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ, জুনেদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া শাখার শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন জুবায়ের, হাফিজ ক্বারী জালাল উদ্দীন, ক্বারী কামরুল ইসলাম বাবু, ক্বারী মাওলানা তাওহীদুল হক, ক্বারী মুস্তাকুর রহমান মাসুম ও ক্বারী রাশেদ আহমদ উপস্থিত ছিলেন।
জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষা এবং কিরাত, নাশিদ, আজান ও তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। দোয়া, মিলাদ ও শিরনী বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় এ মহতী আয়োজন।
উল্লেখ্য, এবারের জামাতে খামিছের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে অত্র শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

