নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মাল্টি ফেইথ ঈদ ইভেন্ট’
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫
খালেদ মাসুদ রনি:: নাচ-গানসহ নানা আয়োজনে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স ও ইউএসডব্লিউ বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মাল্টি ফেইথ ঈদ ইভেন্ট’। গত রবিবার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে দুপুর ১২ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষজন উপস্থিত ছিলেন।
স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ইরফানুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি দিলাবর এ হুসেইন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এম এ আলিম, সহ-সভাপতি মুক্তার আহমেদ, মহাপরিচালক ইমতিয়াজ হুসেইন,পরিচালক কলি আহমেদ,পরিচালক শাহ শফী,পরিচালক এমডি আজিজ আহমেদ চৌধুরী, পরিচালক ইয়াহিয়া হাসান।
ঈদ মেলার উদ্যোশ্য শিক্ষার্থীদ ও লকাল কমিউনিটিকে একত্রিত করা বলে জানান চেম্বারের চেয়ারম্যান এম এ আলিম।
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল, মুহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান-আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, নেতৃত্ব, ব্যবসা এবং সংস্কৃতিতেও সামনে এগিয়ে আসুক।
ইউএসডব্লিউ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বলেন, অন্য ধর্ম-বর্ণের বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য।
ঈদের আনন্দের পাশাপাশি এই আয়োজন উঠে এসেছে একতারে, সম্প্রীতির এবং আন্তর্জাতিকতার প্রতীক হিসেবে। ওয়েলসে বাংলাদেশিদের এগিয়ে চলা ও স্বপ্ন গড়ার পথে এমন উদ্যোগ দিচ্ছে নতুন প্রেরণা। সারি সারি করে অনেক ছোট ও বড় ব্যবসায়ীরাও স্টল সাজিয়ে বসেছিল। ব্যবসা প্রচারের এই সুযোগ পেয়ে তারাও আনন্দিত।