শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ইউকে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জামেয়ার ১৯৮৬ থেকে ২০১৯ ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন ইউকের কোর্ডিনেটর আমির খসরু।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাব্বির আহমেদ।এ সময় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সাব্বির আহমেদ কাওসার। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন এনাম আহমেদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জুবায়ের আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ইয়ামিনুর রহমান রুবেল, মুহিবুস সামাদ সবু,আহমেদ আল-আদিল জাকি, মোহাম্মদ মন্জুর হক ও মোহাম্মদ গোলাম জিলানি।
ইফতার মাহফিলে অ্যাল্যামনাইর পক্ষ থেকে সামার অনুষ্ঠানের জন্য উপস্থিত সবার মতামত নেওয়া হয়। এতে সবাই আউটডোর ইভেন্টের জন্য সম্মতি প্রকাশ করেন।
বিগত তিনটি আয়োজনে সর্বোচ্চ উপস্থিতির জন্য ২০০৪ ব্যাচকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন, বদরুল হোসেন, সিহাব উদ্দিন, সালেহ আহমেদ।
অনুষ্ঠানে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষক ও জামেয়া ২০০৭ ব্যাচের ছাত্র মুহি মিকদাদ তার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে জামেয়া ভিজিটের নানা স্মৃতি তুলে ধরেন।
অ্যাল্যামনাইর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ব্রিটেনে বসবাসরত জামেয়া-৮৫ থেকে জামেয়া-২০২২ ব্যাচের সকল ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে সম্পৃক্ত করতে যোগাযোগ অব্যাহত রেখেছে অ্যাসোসিয়েশন। সংবাদ বিজ্ঞপ্তি