লন্ডনে গ্লোবাল ল’সলিসিটার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৫
খালেদ মাসুদ রনি:: লন্ডনে গ্লোবাল ল’ সলিসিটার্সের আয়োজনে ২০ মার্চ বৃহস্পতিবার এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুন্টে আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের আইনজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অতিথিরা গ্লোবাল ল’সলিসিটার্স এর প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সংযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ব্যারিস্টার আব্দুস শহিদ। এসময় রোজার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার মুজিবুর রহমান। এতে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার লুতফুর রহমান, নুরুল কমর সেলিম, ব্যারিস্টার ইনামুল হক। দোয়া পরিচালনা করেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা ইসলামের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কমিউনিটির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই ধরনের আয়োজন আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করে।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের আয়োজন চালিয়ে যাবেন, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের সেতুবন্ধন তৈরি করবে।