লন্ডনে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো “প্রাণের ঝিনাইদহ মিলনমেলা”
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫
খালেদ মাসুদ রনি: জাঁকজমক আয়োজনে লন্ডনে ঝিনাইদাহবাসীর উদ্যোগে “প্রাণের ঝিনাইদহ মিলনমেলা” অনুষ্ঠিত হয়েছে । ভ্রাতৃত্বের বন্ধনে এসো মিলি এক প্রানে স্লোগানে অনুষ্ঠান ছিলো ব্যাতিক্রমী নানা আয়োজনে দিয়ে সাজানো। শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সকলে মেতেছেন আনন্দ-আড্ডায়।
১৫ ফেব্রুয়ারি শনিবার লন্ডন শহরে “প্রানের ঝিনাইদহ মিলনমেলা” অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ঝিনাইদাহবাসী অংশগ্রহণ করে । বেলা বাড়ার সাথে সাথে কাক্সস্টন হল কমিউনিটি সেন্টার পরিপুর্ণ হয়ে পড়ে । শিশু কিশোরদের উপস্থিতি ভিন্ন মাত্রা পায় । দীর্ঘ দিন পর একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন ।
পবিত্র কুরআনে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মরহুম আত্মীয়-স্বজন ও অসুস্থ স্বজনদের জন্য বিশেষ দোয়া করা হয় ।আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও বাচ্চাদের খেলাধুলা, নাচ ,গান ,কবিতা পাঠসহ রাত অবধি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিলো চোখে পড়ার মতো।এছাড়াও সোনামনিদের গিফট প্রদান, পুরুষ-মহিলাদের গেম ও আকর্ষণীয় পুরস্কার, রাফেল ড্র ছিলো । এই মিলন মেলার মূল উদ্দেশ্য প্রবাসের মাটিতে আগামী প্রজন্মকে পরিচিত করা এবং একে অপরের সাহায্যে পাশে থাকা।
দুপুরে আপ্যায়নের পাশাপাশি অনুষ্ঠানের চলাকালে সারাটা সময় জুড়ে চা বিস্কুট, সন্ধ্যায় ঝাল মুড়ি, ক্রিসপ এন্ড জুস । বিকালে কেক কাটা, পায়েস, ফিন্নি ও ভিজানো পিঠা খেতে খেতে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।আয়োজকবৃন্দ প্রানের ঝিনাইদহ সবাইকে একে অপরের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় মধ্যদিয়ে সমাপ্তি ঘটে ।