কমিউনিটির সেবায় হোয়াইটচ্যাপেল এন্ড শ্যাডওয়েল নেটওয়ার্ক’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪
কমিউনিটির সেবায় আত্মপ্রকাশ করেছে নবগঠিত হোয়াইটচ্যাপেল এন্ড শ্যাডওয়েল নেটওয়ার্ক। এ উপলক্ষে গত সোমবার পূর্ব লন্ডনের হাক্নেস সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কাশেম হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আলীর পরিচালনায় এবং আলতাব উদ্দিনের কোরান তেলায়তের মাধ্যমে সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবু তালহা চৌধুরী, হারুন মিয়া, বদরুল চৌধুরী, আব্দুল ওয়াহিদ, আব্দুল মান্নান, আনা মিয়া, কাউন্সিলর আমিন, সাবিনা খান, টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অরগানাইজেশান এর সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি আমির উদ্দিন, কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম শাহীন, সাদিকুর রহমান, আব্দুল্লাহ তারেক, আখতার মিয়া, মনির উদ্দিন, মুশাহিদ আলী, জোছনা বেগম, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মুনিম, হাবিবুর রহমান বাবলু, সাইয়েদ জামাল আহমেদ, নাজিম উদ্দীন, হাফিজ সুমন, নিজাম উদ্দিন, শাহজাহান আহমেদ, তারেক, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল এলাকার জনগণের উন্নয়ন ও কল্যাণে এই নেটওয়ার্ক একটি নতুন পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা স্থানীয় কমিউনিটিতে শিক্ষাগত ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, এই নেটওয়ার্ক এলাকার সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা সমাজে সাম্য, শান্তি এবং উন্নয়ন প্রতিষ্ঠা করবে।
সমাপনী বক্তব্যে আবুল কাশেম হেলাল কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন, যাতে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। পরে এক নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি