বিএনপির প্রতি জনসমর্থন দেখে ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪
দেশ ডেস্ক:: বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এও বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিন জেলায় পৃথকভাবে কর্মশালা আয়োজন করা হলেও একই সঙ্গে এসব জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। এর আগে ৩১ দফা নিয়ে নেতাকর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। কর্মশালায় তিন জেলার অন্তত তিন হাজার নেতাকর্মী অংশ নেন। ঢাকা জেলার কর্মশালার আয়োজন করা হয় কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে, গাজীপুরে সাগর সৈকত কমিউনিটি সেন্টার ও নারায়ণগঞ্জে গিয়াসউদ্দিন মডেল কলেজ মিলনায়তনে।
নেতাকর্মীর উদ্দেশে তারেক রহমান বলেন, প্রতিপক্ষের মিছিল-সমাবেশ ছোট, আমাদের আনন্দ দিচ্ছে। কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। কারণ বিএনপি এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে। এটা অনেক রাজনৈতিক দল, অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্রও শুরু হয়েছে।
আগামী নির্বাচন সামনে রেখে নেতাকর্মীর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আগামীর যে নির্বাচন হবে, আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি ভেবে থাকেন– এখানে তো প্রধান প্রতিপক্ষ নেই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে– এমনটা ঠিক না। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন হবে। কাজেই নিজেদের সেভাবেই প্রস্তুত করুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, তাহলে অবশ্যই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। সেটা না করতে পারলে আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। যে কর্মসূচিগুলো দিয়েছি ৩১ দফার ভেতরে, এগুলো সফল করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, দলের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, দেওয়ান সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
নারায়ণগঞ্জের কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ।