লেখক রাজিয়া নিলুফার আজাদের দুটি গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কবি কে এম আবু তাহের চৌধুরী বলেছেন, আমরা একদিন পৃথিবী থেকে চলে যাবো। মানুষের কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যাতে মানুষ আমাদেরকে স্মরণে রাখে ও দোয়া করে। কবি ও প্রাবন্ধিক রাজিয়া নিলুফার আজাদ নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে লেখালেখিতে সক্রিয় রয়েছেন। তাঁর মননশীল এবং মূল্যবোধ সমৃদ্ধ চিন্তাধারা একটি আলোকিত সমাজ বিনির্মাণে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
সিলেটের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর উদ্যোগে কবি, প্রাবন্ধিক ও গল্পকার রাজিয়া নিলুফার আজাদ’র দুটি গ্রন্থ ‘জ্যোৎস্নার সোনালি রথে’ এবং ‘পাঁচমিশালী লেখাজোখা’-এর পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে গত শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, মুরারিচাঁদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নন্দলাল শর্মা, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, বর্ষীয়ান সাংবাদিক আফতাব চৌধুরী, বর্ষীয়ান সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থ দুটির লেখক কবি রাজিয়া নিলুফার আজাদ।
কবি ও সাংবাদিক জালাল জয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক শোভা মতিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ছয়ফুল আলম পারুল, কবি এখলাসুর রহমান, কবি কানিজ আমেনা কুদ্দুস, কবি ও সাংবাদিক আব্দুল বাছিত, কবি জেনারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদের রয়েছে বহুমুখী প্রতিভা। তাঁর কবিতার ভাষা চমৎকার। তিনি মধ্যযুগীয় রীতিতে আধুনিক বিষয়ে অত্যন্ত সমৃদ্ধ কবিতা রচনা করেছেন। এছাড়া তাঁর প্রবন্ধগুলোর বিষয়বস্তুও চমৎকার। আমি আশা করছি, তিনি তাঁর লেখালেখিকে চালিয়ে যাবেন।
শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদ আমার খুবই আত্মীয়। তাঁর কবিতার ভাষা খুবই চমৎকার। তাঁর প্রবন্ধের ভাষাও অত্যন্ত ঝরঝরে। সৃজনশীল চিন্তার ক্ষেত্রে তাঁর দক্ষতা ও যোগ্যতা রয়েছে। আমি আশা করছি, এটাকে কাজে লাগিয়ে তিনি আরো উন্নত সাহিত্য রচনায় অগ্রবর্তী হবেন।
অতিথির বক্তব্যে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদ একজন গুণী লেখক। তিনি তাঁর লেখার মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করবেন। তাঁর সৃজনশীলতা অব্যাহত থাকুক।
বর্ষীয়ান সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদ’র দুটি গ্রন্থই অত্যন্ত সমৃদ্ধ। তাঁর লেখার একটি সামাজিক আবেদন রয়েছে। তাঁর সৃজনশীল চিন্তাধারা সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখবে।
সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদ’র স্বামী মাওলানা ফজলুল করিম আজাদ ছিলেন অমায়িক শিক্ষাবিদ। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে তাঁর ছিল আত্মার সম্পর্ক। তাঁর স্ত্রী রাজিয়া নিলুফার আজাদ যেভাবে সাহিত্যের জন্য কাজ করছেন, তিনি সাহিত্যে ভালো একটি অবস্থান তৈরি করবেন।
অনুভূতি প্রকাশ করে কবি রাজিয়া নিলুফার আজাদ বলেন, মানুষের জন্মই সমাজের কল্যাণের জন্য। যাদের ধন আছে, তারা মানুষকে সাহায্য করতে পারে। কিন্তু যার টাকা নাই, তার যদি কলম থাকে, তাহলে তার পক্ষে সমাজ ও দেশের কল্যাণের জন্য কাজ করা সম্ভব। আমি এই সমাজের কল্যাণের জন্য কলম হাতে তুলে নিয়েছি। আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা, সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার অনুষ্ঠানে এসে আমাকে উৎসাহিত করেছেন।
সভাপতির বক্তব্যে লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, কবি রাজিয়া নিলুফার আজাদ-এর দুটি গ্রন্থের পাঠ আলোচনায় যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, তাঁদের মূল্যবান সময় দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা-ভালোবাসা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে বিজ্ঞজনদের উপস্থিতি কবি রাজিয়া নিলুফার আজাদকে সাহিত্যক্ষেত্রে এগিয়ে আসার জন্য আরো বেশি উৎসাহিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি