লন্ডনে বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ড ১৪ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪
প্রথমবারের মতো লন্ডনে বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানজনক এ আয়োজনের বিষয়টি অবহিত করতে গত ২ ডিসেম্বর সোমবার দুপুরে লন্ডন-বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ড (বিবিএসএ)।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বেঙ্গল বৃটিশ স্পোর্টস অ্যাওয়ার্ডস-এর এডভাইজার ড. জাকির খান ও ফাউন্ডার ওয়ালিদ আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃটেনে বিভিন্ন ধরনের এওয়ার্ড চালু থাকলেও খেলাধুলায় কোন অ্যাওয়ার্ড নাই। টপ লেভেলে যে সকল বাংলাদেশী অ্যাথলিট, বক্সার, ফুটবলার, ক্রিকেটার ,ক্যারাম খেলায় উচ্ছপর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন তাদেকে উজ্জীবিত করতে এমন আয়োজন করা হয়েছে।
সারাদেশ থেকে বাচাইকৃতদের নিয়ে আগামী ১৪ ডিসেম্বর বিকাল ৪ টায় লন্ডন টাওয়ার হ্যামলেটস টাউন হলে বিশিষ্টজনদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড ট্যালেন্টেড খেলোয়াড় ও আগ্রহী সকলকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। ১৪ ডিসেম্বরের আয়োজন শুধু খেলোয়াড়দের নয়, কমিউনিটি সর্বক্ষেত্রে প্রেরণা জোগাবে। কমিউনিটির মানুষ জানতে পারবে আমাদের দেশের অনেকে উচ্চ পর্যায়ে খেলছে, যার ফলে নতুন প্রজন্মের কাছে আগ্রহ বাড়বে ।প্রথমবারের মতো চালু হওয়া সম্মান জনক এ এওয়ার্ড এবার ১৫ জনকে প্রদান করার কথা রয়েছে।
বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়র্ডের কর্নধাররা কমিনিটির সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা ফেলে আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী ছাড়া আরো উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার মোহাম্মদ খালেদ, প্রেজেন্টার মাহমুদ শাহনেওয়াজ প্রমুখ।