আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের সেমিফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪
ইকরা বাংলা টিভি ও ইস্ট লন্ডন মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত ২য় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কোরআনের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত সেমি ফাইনালে ইউকে ইতালি, আমেরিকার থেকে ৩৫ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। সেমিফাইনাল অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন ইকরা টিভির সিও হাফিজ ক্বারী শায়খ হোযাইফা।
বিচারক প্যানেলে ছিলেন বিশিষ্ট ক্বারী ও ইষ্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ ক্বারী শায়খ সৈয়দ আনিসুল হক, আন্তর্জাতিক ক্বারী মুহাম্মদ জিয়াদ , মুফতী মুহাম্মদ মুহিদ।
প্রত্যেক প্রতিযোগি অত্যন্ত সুন্দর ও সুললিত কন্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। পরিশেষে বিচারক প্যানেল টপ টেন হিসেবে ফাইনালের জন্য দশ জন প্রতিযোগির নাম ঘোষণা করেন।
সাউতুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে আগামী ১৫ ডিসেম্বর রবিবার বিকেল ৪ টায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে। গ্রান্ড ফিনালে প্রোগ্রাম সফল করতে কমিউনিটি সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন সাউতুল কুরআন প্রতিযোগিতার সমন্বয়ক ইকরা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও উস্তাদ মাওলানা আব্দুল বাসিত। সংবাদ বিজ্ঞপ্তি