গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪
গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারম্যান সলিসিটার কাওসার হোসেন কুরেশির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মুহিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য জাকারিয়া ইসলাম।
সভায় বিগত সেশনের বিভিন্ন প্রজেক্টের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের ট্রেজারার মু. আব্দুল আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হেমলেট্স কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক আল মাদানী, ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মুমিন জাহেদী ক্যারল, কাউন্সিলর হারুন মিয়া।সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক ও বদরুজ্জামান বাবুল। সহ সভাপতি রাজু মোহাম্মদ শিবলী, আব্দুল মতিন ফারুক ও আকলাকুল আম্বিয়া, সহ সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, নজরুল ইসলাম বাবুল, আমিরুল মুমিন আলমগীর, আব্দুল আলীম মিলাদ, মোঃ জাকারিয়া, মুজিবুর রহমান (মেহেরপুর), আমিনুল ইসলাম মাহমুদ, সাহান বিন নিজাম, আবু সায়েম মঞ্জুর, শুহেল আহমেদ বদরুল, শুয়েব আহমেদ, হাবিবুর রহমান, খায়রুল আমিন, সাহজাহান আহমেদ, কাওসার আহমেদ, আবদুস সালাম, আলী আহমেদ, খাইরুল ইসলাম, জাবেদুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি