বিলেতে মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজের স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪
মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য ৭১ এর একশন কমিটির ওয়েলসের সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ ফিরোজের স্মরণে সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর সোমবার রাত ১১ টায় বৃটেনের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে সভার আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী,সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ট্রেজারার লিলু মিয়া, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সোয়ানসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, মরহুম এর ছেলে রাসেল ফিরুজ, প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসাদ মিয়া, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব , ওয়েলস আওয়ামী যুবলীগ এর সভাপতি ভিপি সেলিম আহমদ, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক এ বি রুনেল, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোট এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার, নিউপোর্ট যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওয়েলস তাতীলীগের সাধারণ সম্পাদক জহির আলী, ওয়েলস ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর, ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন প্রমখ। সভার শুরুতেই মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও হাফিজ মিফতাউর রহমান। পরিশেষে শিরনি বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিলেতের মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ ফিরোজ বৃটেনের কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ওয়েলসের লন্ডন সময় দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় সজ্জন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২১ অক্টোবর মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে মোহাম্মদ ফিরোজের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ব্রিটেনের বাঙালি কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুবই সজ্জন ও ভালো মানুষ ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি