বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে : এম এ মালিক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি অন্তরবর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।
জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্য এর উদ্যোগে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এ কথা বলেন।
গত ২৪ নভেম্বর রবিবার ইস্ট লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জান খসরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক শামসুর রহমান মাহতাব, যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক সালেহ আহমেদ জিলান, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা(সহ দফতর সম্পাদক )সেলিম আহমেদ, কেন্দ্রীয় জাসাস এর সাবেক সহ-সভাপতি এম এ সালাম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুড়িয়া, সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সহ ক্রীড়া সম্পাদক মো. সরফরাজ আহমেদ সরফু, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, সহসভাপতি এমদাদ হোসেন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার আহমদ, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি শাহজাহান আলম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কামরুজ্জামান চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির নেতা ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল, নুরুল ইসলাম তোতা মিয়া, গিয়াস আহমেদ, জয় ইসলাম মনির, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মো: শাহরিয়ার বিন আরিফ, ইমরান খান, আবু কয়েছ ও সাঈদ রিপন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি