মুফতি ইব্রাহীম বামের সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪
সাউথ আফ্রিকা জমিয়তে উলামার জেনারেল সেক্রেটারী মুফতি ইব্রাহীম বাম সম্প্রতি ইংল্যান্ড সফরে এসেছেন। ইংল্যান্ডের বিভিন্ন শহরে তাঁর সম্মানে আয়োজিত বিভিন্ন সম্মেলনে তাঁর যোগদান করার কথা রয়েছে। লন্ডন সফরকালে মুফতি ইব্রাহীম বাম এর সাথে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এ মতবিনিময় সভা পূর্ব লন্ডনের ক্ল্যাপটন মদীনা মসজিদে অনুষ্ঠিত হয়।
এ সময় মুফতি ইব্রাহীম বাম, সাউথ আফ্রিকা জমিয়তের বহুমুখী কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এদিকে ইউকে জমিয়ত সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ তাঁদের বহুমুখী কার্যক্রম সম্পর্কে মুফতি ইব্রাহীম বাম কে অবগত করে দোয়া ও দিকনির্দেশনা কামনা করেন। ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম ইউকেতে উলামায়ে কেরামের রাজনৈতিক ও দ্বীনি কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত সকলের পরিচিতি মেহমানের সম্মুখে তুলে ধরেন।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহসভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও বিশিষ্ট স্কলার মাওলানা ইউনুছ দুধ ওয়ালা উপস্থিত ছিলেন।
মুফতি ইব্রাহীম বাম ইউকে জমিয়তের উদ্যোগে লন্ডনে আয়োজিত জমিয়তের শত বার্ষিকী মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতির স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে সাউথ আফ্রিকা জমিয়তের বহুমুখী ও যুগোপযোগী বিভিন্ন কর্মসূচির সাথে ইউকে জমিয়তের ঘনিষ্ঠ যোগসূত্র সৃষ্টির ব্যাপারে স্থায়ীভাবে কাজ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। বিশ্ব মুসলিমের মজলুম ও করুন অবস্থা থেকে মুক্তির জন্য মুফতি ইব্রাহীম বাম এর সময় বিশেষ মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি