জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪
জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মাছুম রেজার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা হয়।
এতে সংগঠনের সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেলের পরিচালনায় প্রথম পর্বে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মইনুল। সভাপতি সালেহ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বাৎসরিক রিপোর্ট পেশ করেন ও কোষাধ্যক্ষ সিপার রেজা ও সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম বাৎসরিক আর্থিক রিপোর্ট পেশ করেন। প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কাজ সমাপ্ত হয়। দ্বিতীয় পর্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। প্রথমে অতিথিকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, ইউনুছ মিয়া, সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান কয়েছ,সহ-সভাপতি আবদুস সামাদ রাজু, মোহাম্মদ আবুল কালাম, জি এম চৌধুরী রনি, লুৎফুর রহমান,সহ-সাধারণ সম্পাদক এম এ সবুর, মাসুম আহমেদ রনি, সাংগাঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীম, মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক মাহবুবুর রহমান, জনকল্যাণ সম্পাদক মারুফ আহমেদ,সহ-সাংগাঠনিক সম্পাদক খালেদ হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক তাছভীর আহমেদ ফাহিম, আসরাফুল হক জালাল, কাউন্সিলর মাসুকুর রহমান, লুৎফুর রহমান মিতুল,মাহী উদ্দিন রাজু, সাবেক সভাপতি মাওলানা আবদুল মুমিন, ফাউন্ডার মেম্বার তাজুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, হাবিবুর রহমান মামুন, সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা অ্যাসোসিয়েশনের ২০ বছর পূর্তি উদযাপন ও জুড়িতে একটি ডায়বেটিস হাসপাতাল নির্মাণের জন্য আলোচনা করেন। প্রধান অতিথি হাজী মাছুম রেজা তার বক্তব্যে সার্বিক বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, তিনি নিজ অর্থায়নে প্রথমে একটি ফ্রী ডায়বেটিস মেডিকেল ক্যাম্প করবেন জুড়ীতে এবং পরবর্তীতে একটি বাজেট করে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মাধ্যমে এটির কার্যক্রম অব্যাহত রাখবেন। সংবাদ বিজ্ঞপ্তি