ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ফ্রি সিম কার্ড বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে গুড থিং ফাউন্ডেশন এবং ডাটা ব্যাংকের মাধ্যমে বৃটেনে বসবাসরত বিভিন্ন দেশ থেকে আগত স্টুডেন্ট এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে আপটু ৪০ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কল, আনলিমিটেড ট্যাক্সট সহ এক বছর মেয়াদী ফ্রি সিম কার্ড বিতরণ করা হয়েছে।
গত ৩ নভেম্বর পূর্ব লন্ডনে রয়্যাল বেঙ্গল রেস্ট্রেউরেন্ট রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে ও সিনিয়র ভলান্টিয়ার সেলিনা বেগম এর পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের চৌধুরী।
অন্যদের মধ্যে ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর চিপ অ্যাডভাইজার কামাল উদ্দিন এবং টাওয়ার হামলেট কাউন্সিলের কাউন্সিলার কাউন্সিলর রেবেকা সুলতানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি