লন্ডনে খেলাফত মজলিসে তরুণ আলেম ও কমিউনিটি এক্টিভিস্টদের যোগদান
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে এক দাওয়াতী মাহফিল গত ৩ নভেম্বর হাসানা সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসাধারণ ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতী মাহফিলে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসান।
দাওয়াতী মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা এনামুল হক খান, লন্ডন মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন।
উপস্থিত ছিলেন হাসানা সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম শায়খ মাওলানা শিব্বির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, মাওলানা মুছা আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা ইমাম উদ্দিন, নিউহ্যাম শাখার মৌলভী গোলাম কিবরিয়া প্রমুখ।
দাওয়াতী মাহফিলে বেশ কয়জন তরুণ আলেম ও কমিউনিটি এক্টিভিস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য,উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি