সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সুনামের সাথে এগিয়ে যাবে : প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে মেয়র লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেছেন, আলেমগণ সমাজের পথ প্রদর্শক ও অগ্রসর শ্রেণীর মানুষ। কমিউনিটির উন্নয়নে ও সামাজিক অপরাধ দমনে আলেম ও মসজিদের ইমামগনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
গত ৩০ অক্টোবর পূর্ব লন্ডনের নিউরোডের একটি হলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি সিলেট আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের প্রশংসা করে আরও বলেন, এই মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্রদের অনেকই টাওয়ার হ্যামলেসে বসবাস করেন। এটি এই বারার সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্রের নিদর্শন। তারা কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। অতীত গৌরবকে ধারণ করে সিলেট আলীয়া মাদ্রাসা সুনামের সাথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে পরিষদের সম্মেলন স্মারকের মোড়ক উন্মোচন করেন মেয়র।
পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আহমদ হাসান।
পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হেলাল ইদ্দিন আহমদ ও যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা সুলেমান আলী পীরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার গৌরবময় ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন সময়ে সরকারের অবহেলা ও বৈষম্যমূলক আচরণের কারণে মাদ্রাসাটির অস্তিত্ব আজ নানাবিধ সংকটের সম্মুখীন। দীর্ঘদিন থেকে অনেক শিক্ষক পদ শূন্য রয়েছে। ভূমি খেকোর দল মাদ্রাসার ভূমি দখল করে জোরপূর্বক ওয়াল নির্মাণ করেছে। পৌর কর্পোরেশন বল প্রয়োগ করে মাদ্রাসার ভূমির উপর পাবলিক টয়লেট নির্মাণ করেছে। একশ বছরের পুরনো টিনশেডে তৈরী ছাত্রাবাস সংস্কারের অভাবে জীর্ণ হয়ে বসবাসাসের অনুপোযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, সিলেট তিব্বিয়া কলেজের ভূমি যেভাবে জবর দখল করে অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপনীবিতান গড়ে তুলেছে। সিলেট আলীয়া মাদ্রাসাও আজ অনুরূপ হুমকির সম্মুখিন। তিনি অবিলম্বে মাদ্রাসার বাউন্ডারী ওয়াল নির্মার্ণ ছাত্রাবাসসহ প্রশাসনিক ভবন সমূহের সংস্কার ও উন্নয়ন এবং শিক্ষা ও শিক্ষক সংকট নিরসনে তড়িত পদক্ষেপ নেয়ার জন্যে সরকারের প্রতি জোর দাবী জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ল্যানসবারী ওয়ার্ডের কাউন্সিলার ইকবাল হোসাইন,কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মাদ নূর বকশ, পরিষদের উপদেষ্টা মাওলানা সৈয়দ মাহবুবুর রহমান, মাওলানা নূরুল হক ও মাওলানা জিল্লুর রহমান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, সহসাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হেসেন, অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ রিদওয়ানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা অলিউর রহমান দুবাগী, নির্বাহী সদস্য মাওলানা আবুল হাসনাত চৌধুরী,মাওলানা জাকির হোসেন মিল্লাত, মুফতি আবদুল ওয়াদুদ লতিফী, মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মঈন উদ্দিন আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি