বিলেতে বসবাসরত শমশেরনগরবাসীর পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪
আনন্দঘন পরিবেশে ইংল্যান্ডে শমসেরনগরের আমরা ক’জনার আয়োজনে শমশেরনগরবাসীর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর রোববার পুর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে পুনর্মিলনীর আয়োজন করা হয়। দিনব্যাপী পুনর্মিলনীতে বৃটেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত শমশেরনগরবাসী অংশ নেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভাও হয়।
সভায় শমশেরনগরের সন্তান রমিজ আলীর সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও আব্দুল কাইয়ুম কয়েছের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক আমিনুর রহমান লিটন, মাইনুল ইসলাম খান, কুতুব আলী, আব্দুল হাদী জুয়েল, তরিকুর রশিদ চৌধুরী শওকত, আলাউর রহমান খান শাহিন, মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, সাইফুর রহমান বাপ্পি, তানভীর আহমেদ রাসেল, গোলাম রাব্বানী তৈমুর,জাকারিয়া মুন্না, এসানুল হক মাহিন প্রমুখ।
সভায় বক্তারা চমৎকার এ আয়োজনের ভূয়সী প্রসংশা করে বলেন, ঐতিহ্যবাহী শমসেরনগরের ইতিহাস তথা দেশি সংস্কৃতি বিকাশ ও মানব কল্যাণে কাজ করার অভিপ্রায় নিয়ে এ সংগঠন অনেক দূর এগিয়ে যাবে । শমসেরনগর বিমান বন্দর চালু, রেল স্টেশনের আধুনিকায়নসহ স্থানীয় এলাকার অবকাঠামোগত উন্নয়নে সরকারের দৃষ্টি দেয়া জরুরী বলে অভিমত ব্যক্ত করেন সকলে।
সর্বসম্মতিক্রমে গ্রুপের নাম পরিবর্তন ‘ইউনাইটেড শমশেররনগর’ রাখা হয় এবং নতুন লোগো উন্মোচন করা হয়। এই গ্রুপের প্রথম থেকে মূল উদ্দেশ্য বিলেতে শমশেরনগরের সকলকে নিয়ে দেশে-বিদেশে একত্রে নিজের এলাকার লোকজনের পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।
উল্লেখ্য, বিগত প্রায় দুই বছর ধরে ইংল্যান্ডে শমশেরনগর আমরা ক’জনা ব্যানারে শমশেরনগরে আর্থ পীড়িত অসহায়, বন্যাক্রান্তদের সহায়তা, অসহায় অসুস্থ্য রোগীদের সহায়তা সমন্বয়ক আমিনুর রহমান লিটনের নেতৃত্বে মুহিবুর রহমান, মাহবুবুর রাহমান বাবলু, তানভীর আহমেদ রাসেল,এসানুল হক মাহিন,সাইফুর রহমান রিপনসহ অনেকেই এই দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় কন্ঠশিল্প সুমন শরিফ ও লাবনী বড়ুয়া। সংবাদ বিজ্ঞপ্তি