হোয়াইটচ্যাপলে দিনব্যাপী কমিউনিটি এওয়ারনেস ফ্রি ফাস্ট এইড ট্রেনিং কোর্স সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপল ওলগেইট ২-৪ কমার্শিয়াল স্ট্রীটে ড্রাগন সিকিউরিটি’র উদ্যোগে ফ্রি কমিউনিটি এওয়ারনেস ফাস্ট এইড ট্রেনিং কোর্স সম্পন্ন হয়েছে। গত ১৪ অক্টোবর সোমবার দিনব্যাপী ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়।
এতে চীফ ইন্সট্রাকটর শাখাওয়াত হোসেন টিটোর পরিচালনায় কোর্সে অংশগ্রহণ করেন টাওয়ার হেমলেটসের স্থানীয় ও বিভিন্ন বারার পেশাজীবীরা। তারা দীনব্যাপী উক্ত ফাস্ট এইড ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সবাই বিভিন্ন পেশায় থাকলেও এই প্রথম তারা জরুরী সেবা প্রদানের প্রাকটিক্যাল এই কোর্স সম্পন্ন করেন। কোর্স ছিল সিপিআর, চকিং, রিকভারী পজিশন অ্যান্ড এইড ডিফিব্রিলেটর মেশিনের হাতে কলমে ব্যবহার শিখানো। কোর্সের প্রথম ধাপে থিউরি এবং বিরতির পর ২য় ভাগে প্রাকটিক্যাল ক্লাসে সবাই অংগ্রহন করেন।
ড্রাগন সিকিউরিটি বাংলা কমিউনিটিতে প্রথম (এসআইএ) সিকিউরিটি কোর্স চালু করলেও হোয়াইটচ্যাপল, ফরেস্টগেইট, রমফোরড, সাউথহল, স্লাউ , উইমব্লি, লুটনে দীর্ঘদিন নিরাপত্তা বিষয়ক সেবা দিয়ে আসছে,অন্যান্য সেবার পাশাপাশি Door Supervision (SIA) Course , CCTV Surveillance (SIA) Course , Security Guarding (SIA) ,A1 SELT (GESE GEADE 2 ) , A2 SELT (GESE GEADE 3 ) , B1 SELT (GESE GEADE 5 ) , Food Hygiene Level 1 & 2 , Life in The UK Test , B1 SELT/ISE , Health & Safety Level 1 & 2 , Emergency First Aid at Work , HOME INSPECTION , Close Protection , Award in Education and Training (AET) Former PTLLS , CSCS CARD , SIA UP SKILLING TOP-UP , FIRE RISK ASSESSMENT সহ অত্যান্ত সুল্ভ মূল্যে https://dragon-security.com প্রায় ১৮টি সেবা প্রদান করে আসছে।
কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকেই এই দিনব্যাপী কমিউনিটি এওয়ারনেস ফ্রি ফাস্ট এইড ট্রেনিং কোর্স আইয়োজন করেন বলে জানান প্রতিষ্ঠানের সিইও বাংলাদেশ সরকারের সাবেক সরকারি আইনজীবী লন্ডনে ইমিগ্রেশান আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো। তিনি আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি