সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে ইউকে কমিটির নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) তারা হাসপাতালটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পার্মানেন্ট ডোনার মেম্বার ও ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল মিয়া, সাবেক কাউন্সিলর, বিবিসিএর সাবেক প্রেসিডেন্ট ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম সেলিম, যুক্তরাজোর হিলিংডন বরা কাউন্সিলের কাউন্সিলার ও ইউকে কমিটির মেম্বার মোহাম্মদ শফিউল ইসলাম এবং হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পার্মানেন্ট ডোনার মেম্বার মোহাম্মদ জিয়াউল ইসলাম শানুর।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারনণ সম্পাদক ডা.মোস্তফা শাহ জামান চৌধুরী,পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ এবং হাসপাতালের পরিচালক কর্নেল(অব.) শাহ আবিদুর রহমান।
নেতৃবৃন্দরা সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যক্রম দেখে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের চিন্তাভাবনা রয়েছে এই প্রতিষ্ঠানের জন্য ইউকেতে মহিলাদের কাজে লাগাতে হবে। তারা বলেন শুরু থেকে আজ অবধি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য কাজ করে যাচ্ছেন এবং সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি