লন্ডনে বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪
লন্ডনে প্রথমবারের মতো বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর বুধবার ব্রাডি আর্টস সেন্টারে আরিয়ান ফিল্ম এবং গ্লোব টিভি এই উৎসবের আয়োজন করে। এতে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাউল সংগীত প্রেমী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এতে ইউকে বিডি টিভির কালচারাল ডিরেক্টর ও উৎসব কমিটির সেক্রেটারি হেলেন ইসলাম, সুপ্রভা সিদ্দিকী, হাফসা ইসলাম, শেখ নুরুল ইসলাম এবং মতিউর রহমান তাজের যৌথ সঞ্চালনায় ব্রাডি আর্টস সেন্টারের দুটি মঞ্চে একযোগে পুরো দিন ব্যাপী অর্ধ শতাধিক সুনামধন্য শিল্পীরা বাউল শাহ আব্দুল করিমের জারি, সারি, ভাটিয়ালী গান পরিবেশ করেন। এতে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরাণ, সহ বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে শুনান শিল্পিরা। পাশাপাশি আব্দুল করিমের জীবনী নিয়ে নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শনী হয়। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খাবারের স্টল, পিঠা, কাপড়, জুয়েলারীর, মেহেদী, ফটো ফ্রেম, সহ রকমারি স্টলেমও ছিলো উপচে উপচে পড়া ভিড়। গত ৯ অক্টোবর বুধবার থেকে দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই উৎসব চলে।
এদিকে লোক উৎসব কমিটির পক্ষ থেকে লন্ডনের সামাজিক সাংস্কৃতিক, ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন আনোয়ার চৌধুরী, আহবাব হোসেন, আলাউর রহমান, শেখ আলীউর রহমান, সিরাজ হক , জ্যোৎস্না ইসলাম, আকলু মিয়া, মাহি ফেরদৌস জলিল, ও তাজরুল ইসলাম তাজ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক অকাউন্টেন্ট মাহমুদ এ রউফ ,কমিউনিটি লিডার সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, চ্যানেল এস এর ফাউন্ডার্স চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মাহি ফেরদৌস জলিল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,কবি মুজিবুল হক মনি, বিশিষ্ট ব্যাবসায়ী আখলু মিয়া, কাউন্সিলার সাম ইসলাম , কাউন্সিলার ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলার, মুজিবুর রহমান জসিম, ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টিজুড়ে আছে মানুষের, সাম্যের ও প্রেমের জয়গান। মরমী এই শিল্পীকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে, তাঁর সৃষ্টি যেন মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে। এজন্য শিল্পকর্মকে প্রচার-প্রসার এবং তাঁর সৃষ্টিকে অনন্যতায় স্মরণ করতে এরকম উৎসব প্রতি বছর উদযাপন করা উচিত বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন, আব্দুল করিম একজন জাত বাউল, দার্শনিক, পর্যটক এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেছেন, দারিদ্র্যপীড়িত মানুষের পক্ষেই ছিল তার সংগ্রাম। গানের মাধ্যমে সাম্য, মানুষের মুক্তি ও প্রেমের জয়গান গেয়েছেন তিনি,তার প্রতিটি কথা ছিল সাম্প্রদায়িকতার অব্যর্থ হাতিয়ার। তিনি জাত-পাত, শ্রেণি-বিদ্বেষ ভুলে মানুষকে সবসময় অসাম্প্রদায়িক জীবন-যাপনের পথে টেনেছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক গ্লোব টিভির ফাউন্ডার্স চেয়ারম্যান তাজরুল ইসলাম তাজ ও ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান উৎসব কমিটির চেয়ার শেখ নুরুল ইসলাম বলেন, সবার সহযোগিতার মাধ্যমে এবারের উৎসব সফল করা সম্ভব হয়েছে। এজন্য তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছর ও এ ধরনের উৎসব আরও ব্যাপক ও বড়পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সবার সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি