সাগর-রুনি হত্যায় বিগত সরকারের প্রভাবশালী অনেকে জড়িত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪
সিলেট প্রতিনিধি:: সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডে বিগত সরকারের অত্যন্ত প্রভাবশালী লোক জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শুধু সরকারের দায়িত্বে ছিলেন তা না, সরকারকে পাশে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এসেছে। তদন্ত চলা অবস্থায় সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলায় আইনগত বাধা আছে। তাই বলছি না। তবে ইন্ডিকেশন (নির্দেশনা) আছে, ইশারাই যথেষ্ট। আমার মনে হয়, এই বাধা এখন আর নেই। সে জন্য নামগুলো আসতে আর অসুবিধা হবে না।
রোববার সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশনের একটি হোটেল মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গত ২৯ সেপ্টেম্বর বাদীপক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়।
২০১২ সালে সাগর-রুনি হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১২ বছর পর একটি টাস্কফোর্স গঠন করে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন জমার জন্য সময় দেওয়া হয়েছে ছয় মাস। আমি যুক্ত হওয়ায় প্রাথমিক নথি দেখার সুযোগ হয়েছে। মামলাটি যেহেতু তদন্তে আছে, তাই এখন কিছু বলা যাবে না। বেশ কিছু সেনসেটিভ (সংবেদনশীল) ব্যক্তির নাম আছে।
শিশির মনির আরও বলেন, আমার কাছে মনে হয়, এখন তদন্তটা প্রোপার ডাইরেকশনে (যথাযথ নির্দেশনা) আছে। যে জায়গায় গিয়ে থেমে গিয়েছিল, সেই জায়গায় সরকার এখন আর কোনো বাধা দিচ্ছে না। যেহেতু বাধা দিচ্ছে না, তাই দু-একটা স্টেটমেন্ট আসছে। খুবই সেনসেটিভ স্টেটমেন্ট, খুবই সেনসেটিভ ইনফরমেশন (সংবেদনশীল তথ্য)। এ জন্য আমার কাছে মনে হয়, অগ্রগতি হবে প্রোপার লাইনে।
এই আইনজীবী বলেন, একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে; ডিএনএ রিপোর্ট। এই ডিএনএ সাগর ও রুনির গায়ে দু’জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে। এই দু’জন কে, সেটা খোঁজা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, অপরাধের সঙ্গে সাধারণত ব্যক্তিই জড়িত থাকে। তবে গণমাধ্যম, গণমাধ্যমের বাইরে সরকারের উচ্চপদের কর্মকর্তা-কর্মচারীদের নামও এসেছে। এগুলো ক্রস চেক করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমেদ খাঁন, নায়েবে আমির আইনজীবী শামসুদ্দিন আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল, কার্যনির্বাহী সদস্য খলিল রহমান, দেওয়ান গিয়াস চৌধুরী, সাধারণ সদস্য মহসিন রেজা মানিক।