ম্যানচেস্টারে এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে নেবট্রা’র সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স এসোসিয়েশন নেবট্রা’র সিনিয়র নেতৃবৃন্দ গত ৪ অক্টোবর শুক্রবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন । আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক যোশী ও গণি আহমেদ চৌধুরী ।
ম্যানচেস্টারস্থ এসিস্ট্যান্ট হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নেবট্রা নেতৃবৃন্দ নর্থ ইংল্যান্ডের বাংলাদেশী কমিউনিটি ও মিডিয়া কর্মীদের স্বার্থে এবং হাই কমিশনের কনস্যুলার সার্ভিসের মানোন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জবাবে এসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসান নেবট্রা’র নতুন কমিটিকে অভিনন্দন ও নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশীদের সেবায় এসিস্ট্যান্ট হাইকমিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং সেবার মান উন্নয়নেও সচেষ্ট আছে । তিনি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নেবট্রা’র অভিষেক অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
তিনি দেশের এই ক্রান্তিলগ্নে বৈধ পথে দেশে টাকা প্রেরনে প্রবাসীদের প্রতিও আহবান জানান । জবাবে নেবট্রা নেতৃবৃন্দ এসিস্ট্যান্ট হাই কমিশনারকে তার আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসী বাংলাদেশীদেরকে উন্নত সেবা প্রদানে এসিস্ট্যান্ট হাই কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি