দারুল কিরাত লেস্টার শাখার সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪
এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল : দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লতিফিয়া কারী সোসাইটি ইউকে অনুমোদিত দারুল কিরাত লেস্টার দারুস সালাম জামে মসজিদ শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
গত ২৪ আগস্ট শনিবার উক্ত মসজিদে সম্পন্ন হয় সমাপনী অনুষ্ঠান। এতে হাজি রকিব মিয়ার সভাপতিত্বে এবং মসজিদ সেক্রেটারি ফকরুল ইসলামের পরিচালনায় সুমধুর কণ্ঠে নাশিদ পরিবেশন করেন দারুল কিরাতের শিক্ষক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেস্টার সাউথ আসনের সংসদ সদস্য শওকত আদম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানিয়ে বলেন, শিক্ষকদের দুআ ও ভালোবাসা তাদেরকে জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি লর্ড লেফটেন্যান্ট সুলেমান নাগদি এমবিই। প্রফেসর রুকন উদ্দিন , প্রফেসর পারভেজ হারিস, এবং দারুল কিরাত লন্ডন বায়তুল ইসলাহ শাখার প্রধান কারী মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি এবং স্থানীয় ইমামগণ।
এ সময় মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি তার বক্তব্যে দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলী (র:) এর ভূয়সী প্রশংসা করেন এবং শুদ্ধ করে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ব্রিটেনের প্রতিটি মুসলমান ঘরে ঘরে দারুল কিরাতের খেদমত পৌঁছে দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছাত্র ছাত্রীদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত সবাইকে বিমোহিত করে। এবারের সামার হলিডেতে পুরো আগস্ট মাসব্যাপী অনুষ্ঠিত হয় ইনটেনসিভ তাজবীদ কোর্স।
এতে সূরা ক্লাস থেকে সানি ক্লাস পর্যন্ত অংশ গ্রহণ কারী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা এবং পরীক্ষা । প্রতিযোগিতায় বিজয়ী এবং পরীক্ষায় কৃতিত্ত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে ট্রফি , সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
এ বছর অত্র সেন্টারে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান কারী ইমাম হাফিজ মাওলানা এম এ জলিল , নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান, হাফিজ আতিকুর রহমান , মুস্তফা কামাল , মুজিবুর রহমান এবং হুসনা বেগম।
দারুল কিরাতে সহযোগিতার জন্য অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ, কমিউনিটির মানুষজন, মসজিদ কমিটি , শিক্ষকবৃন্দ সবাইকে ধনবাদ জানান মসজিদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান এবং শাখার নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান। ভবিষ্যতে ও সবাইকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তাঁরা।
উল্লেখ্য, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লতিফিয়া কারী সোসাইটি ইউকের অধীনে এ বছর সামার হলিডেতে ব্রিটেনের বিভিন্ন শহরে ৫৮ টি শাখার মাধ্যমে দারুল কিরাত কোর্স সম্পন্ন হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দারুল কিরাত লেস্টার দারুস সালাম জামে মসজিদ শাখা।