জিসিএসই পরীক্ষায় নোভার ঈর্ষণীয় ফলাফল অর্জন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪
জিসিএসই পরীক্ষায় ১১টি বিষয়ের সবগুলোতেই সর্বোচ্চ গ্রেড ৯ পেয়ে রেকর্ড ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মিফতাহুল জান্নাত নোভা। সে যুক্তরাজ্যের টপ স্টেট স্কুল নর্থ লন্ডনের দ্যা হেনরিয়েটা বারনেট স্কুল থেকে জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করে এই ফলাফল অর্জন করে বাংলাদেশী কমিউনিটিসহ লন্ডনের সবার নজর কাড়তে সক্ষম হয়েছে।
নোভা নর্থ লন্ডনের বারনেট বারার বাসিন্দা এম নজমুল ইসলাম ও সৈয়দা শাহনাজ আক্তারের বড় মেয়ে। নোভার এই ফলাফলে তার স্কুলসহপাঠীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সবাই গর্বিত ও আনন্দিত।
নোভা ভবিষ্যতে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেডিকেল সায়েন্স এ পড়ার স্বপ্ন নিয়ে নোভা তার প্রিয় প্রতিষ্ঠান দ্যা হেনরিয়েটা বারনেট স্কুলে এ-লেভেলে ভর্তি হয়েছে।
শিক্ষকতা পেশায় নিয়োজিত নোভার মা-বাবাসহ পরিবারের সবাই তার জন্য দোয়া চেয়ে জানান, নোভা যেন সবার আগে নিজেকে শুধু সফল ছাত্রী নয়, ভালো মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে। নোভার মা-বাবার আশা ও চাওয়া, সবার দোয়া ও ভালোবাসায় মেয়ের আগামীর পথ চলা যেনো সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়। মা-বাবার মতো, নোভার নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আব্দুল মতিনেরও ইচ্ছা নোভা বড় হয়ে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখুক।
উল্লেখ্য, নোভা মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার অজমির মাস্টার বাড়ির মরহুম আব্দুল গনি মাস্টারের বড় নাতনি। সংবাদ বিজ্ঞপ্তি