শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ৯শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৪
ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রায় ৯শ’ সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুল।
এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি এনামুল হোসাইন রিবাক ও সমাজসেবী মামুন আহমদের এয়ী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি শামীম।
অতিথি হিসেবে বক্তব্য দেন সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ, ভিপি মুছা, শিক্ষাবিদ শাহাবুদ্দিন আহমদ, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সৈয়দ নজরুল বখত, ইউসুফ আহমদ চৌধুরী, সমাজকর্মী অলিউর রহমান, আনছার উদ্দিন প্রমুখ।
সভা শেষে মৌলভীবাজার সদর, নবীগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ৪২টি গ্রামের ৮৮১ টি পরিবারের প্রত্যেক প্রতিনিধির কাছে আসন্ন ঈদ উপলক্ষে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি