গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩
গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি কমার্শিয়াল রোডের একাডেমী হলে অত্যন্ত ঝাঁকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি মিনহাজ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক সাজিদুর রহমানের যৌথ পরিচালনায়, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন রশিদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরে স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার জোৎনা ইসলাম, কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাজমা রহমান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক স্পীকার আয়াছ মিয়া, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার শামস ইসলাম, কাউন্সিলার বদরুল চৌধুরী, কবি মুজিবুল হক মনি।
আরো উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি ইমতিয়াজ রানা আহমেদ, দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শামিম আহমেদ, রেডব্রিজ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দাল আহমেদ চৌধুরী।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা মলিক শাকুর ওয়াদুদ, উপদেষ্টা ফজলুর রহমান চৌধুরী ছুনু, উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ, উপদেষ্টা সারব আলী, সহ সভাপতি সৈয়দ সুহেল আহমেদ, সহসভাপতি শাহ মো: আব্দুল আহাদ , নির্বাহী সদস্য ওয়াহিদুর রহমান, নির্বাহী সদস্য আখলাকুল আলম সেবু, নির্বাহী সদস্য আমিনুল হক লিটু, অর্থ সম্পাদক ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গফফার গুটলো, আনোয়ার উদ্দিন টিটু, ওয়েলফেয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পাদক মির্জা সুয়েব, সমাজ কল্যাণ সম্পাদক আবিদুল ইসলাম আরজু ও প্রচার সম্পাদক সৈয়দ ওবায়দুল হক মিন্টু প্রমুখ।
নির্বাচিত ৫৩ সদস্য নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন আহবায়ক কমিটির সাবেক আহবায়ক মহানুজ্জামান চৌধুরী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী শাহ মাতাব ফকির ও তার দল। সংবাদ বিজ্ঞপ্তি