কমিউনিটির দুর্বল মানুষদের সাহায্য করতে ভলান্টিয়ার হিসেবে কাজ করার আহবান
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩
এনএইচএস ও কেয়ার ভলান্টিয়ার রেসপন্ডার্স ইংল্যান্ডের স্থানীয় কমিউনিটির দুর্বল ব্যক্তিদের সাহায্য করতে জরুরী ভিত্তিতে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আহবান জানিয়েছে । যার মধ্যে রয়েছে মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা । যেমন: খাদ্য, প্রেসক্রিপশন ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ।
Royal Voluntary Service ও GoodSAM অ্যাপ দিয়ে এনএইচএস এবং হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগের পক্ষ থেকে ভলান্টিয়ার রেসপন্ডার্স প্রোগ্রামটি পরিচালনা করা হয় । বর্তমানে এটি ইংল্যান্ডের আরও কয়েকটি কমিউনিটিকে সাহায্য করার জন্য তার পরিসর বাড়াতে চলেছে।
নতুন স্বেচ্ছাসেবক কার্যক্রম, যেমন কমিউনিটি রেসপন্স এবং পিক আপ অ্যান্ড ডেলিভারকে সহায়তা করার জন্য আমরা ১০০ জন নিবেদিত স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার নিয়োগ করতে চাইছি।
কমিউনিটি রেসপন্স উদ্যোগের মাধ্যমে, স্বেচ্ছাসেবকরা দুর্বল ব্যক্তিদের জন্য খাদ্য, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে বিতরণ করবে, যেন তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নত হয়।
পিক-আপ ও ডেলিভারের মাধ্যমে, স্বেচ্ছাসেবকরা এনএইচএস সাইটগুলি থেকে ওষুধ বা ছোট ছোট চিকিৎসা সরঞ্জাম মানুষের বাড়িতে বা কমিউনিটিতে পৌছে দিতে সহায়তা করবে । এর মাধ্যমে হাসপাতাল থেকে বের হয়ে আসা সহজ হবে এবং সেখানে ভর্তি কমানো সম্ভব হবে।
আমাদের সাথে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করা বেশ সহজ । কাজটি স্মার্টফোনে GoodSAM অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে । স্বেচ্ছাসেবকরা তাদের সুবিধা মতো সময়ে ও অবস্থানে তাদের এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনমানের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
‘কমিউনিটি রেসপন্স ও পিক আপ অ্যান্ড ডেলিভার’ প্রাথমিকভাবে মহামারী চলাকালে একাকী বসবাসবাসকারি ব্যক্তিদের সহযোগিতা করার জন্য চালু করা হয়েছিল। এতে বিপুলসংখ্যক সাহসী ভলান্টিয়ার অসহায় ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছিলেন।
রয়্যাল ভলান্টারি সার্ভিসের ডেপুটি সিইও স্যাম ওয়ার্ড, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আপনার সুবিধামত সময়ের কেবল কয়েক ঘণ্টা স্থানীয় মানুষের স্বাস্থ্য ও কল্যাণে এগিয়ে এলে তা তাদের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, হাঁটাচলা করার সামর্থ্য কম, যাঁরা দিনব্যাপী হাসপাতালে অপেক্ষা করেন এবং যাদের পক্ষে দোকান থেকে কেনাকাটা করা কঠিন, তাদের কাছে স্বেচ্ছাসেবকরা তাজা গ্রোসারী সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, প্রেস্ক্রিপশন ও চিকিৎসা উপকরণগুলি পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই অতিরিক্ত সহায়তা প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা হেলথ ও সোশ্যাল কেয়ার সিস্টেমের ওপর চাপ কমাতে সাহায্য করেন এবং বেতনভোগী স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা ছাড়াই বিদ্যমান কর্মীদের পরিপূরক হিসেবে কাজ করে থাকেন।
কমিউনিটি রেসপন্স এবং পিকআপ অ্যান্ড ডেলিভারের জন্য নিয়োগ এখন উন্মুক্ত এবং এর কার্যক্রমগুলি আগামী সপ্তাহগুলিতে শুরু হবে বলে আশা করা যায়।
আপনি যদি সত্যিই সমাজে পরিবর্তন আনতে চান এবং আপনার কমিউনিটির মানুষের ভালোর জন্য অবদান রাখতে চান, তবে ভলান্টারি কাজ সম্পর্কে এবং সাইন আপ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন nhscarevolunteerresponders.org
রয়্যাল ভলেনটারি সার্ভিস : রয়্যাল ভলান্টারি সার্ভিস ব্রিটেনের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির একটি, যা এনএইচএস, প্রাপ্তবয়স্কদের সামাজিক যত্ন এবং কমিউনিটির হাজারো দুর্বল ব্যক্তিদের সমর্থন করে আসছে । তারা স্থানীয় কমিউনিটিতে জনস্বাস্থ্য, সামাজিক যত্ন আর সুস্থতা বাড়াতে গুরুত্বপূর্ণ ও সহানুভুতিশীল সেবা প্রদান করে থাকে । ১৯৩৮ সালে নারীদের ভলান্টারি সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেসামরিক লোকদের সাহায্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে । আজ, তাদের এনএইচএস স্বেচ্ছাসেবকরা রোগীর সাথে থাকা, তাদের পরিবহনের ব্যবস্থা করা, ওয়ার্ডে ব্যায়ামের সেশন পরিচালনা এবং হাসপাতালে থাকা দুর্বল রোগীদের জন্য সহায়তা প্রদান করে । হাসপাতালে তাদের কাজের পাশাপাশি, তাঁরা স্থানীয় কমিউনিটির জন্য শরীর-চর্চার ক্লাস, খাবার ক্লাব ও সোশ্যাল গ্রুপ পরিচালনা করে থাকে, যা মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পারস্পারিক সুসম্পর্ক বাড়াতে সাহায্য করে। রয়্যাল ভলেনটারি সার্ভিস সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন https://www.royalvoluntaryservice.org.uk/