ক্রাউন হিলে ফাইভ আকিজের দ্বিতীয় শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩
যুক্তরাজ্যের মিল্টন কিন্সের ফাইভ আকিজ সাফল্যের পর একই সিটিতে ক্রাউন হিল এলাকায় দ্বিতীয় শাখা ফাইভ আকিজ এক্সপ্রেস নামের ফাস্টফুডের যাত্রা শুরু করেছে।
সম্প্রতি ফাইভ আকিজ এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মিল্টন কিন্স সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মেরি ব্রাডান। এ সময় তিনি ফাইভ আকিজ ঘুরে ঘেরে দেখেন এবং ফাইভ আকিজের খাবার খেয়ে খুবই প্রসংশা করেন।
ফাইভ আকিজ ব্রিটেনের বিভিন্ন শহরে ফ্রাঞ্চাইজ দিচ্ছে বলে জানিয়েছেন ফাইভ আকিজের সিইও এবং কো ফাউন্ডার আব্দুর রহিম। তিনি বলেন, আমরা আগামী ডিসেম্বরে লন্ডনসহ কয়েকটি জায়গায় ৫ টি ফ্রাঞ্চাইজ দেওয়া হবে। আগ্রহীদের যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাইভ আকিজের পরিচালক আব্দুর রহিম, জুবের আহমদ, মোঃ আমিরুল হোসেন, মো: সামিরুল হোসেন এবং আব্দুল মইনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

