লন্ডনে এশিয়ান ফিমেইল হোম কুক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম:: জমজমাট আয়োজনের মধ্যে দিয়েই নর্থাম্পটনে প্রথমবারের মতো ইউকে এশিয়ান ফিমেইল হোম কুক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ১২ জন মহিলা রন্ধনশিল্পীরা অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থাম্পটন টাউন কাউন্সিলর প্রথম নবনির্বাচিত মেয়র কাউন্সিলর স্টিফেন হিউবাট। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কাফা টাবেট। বিজয়ীর হাতে আরামিন তাজের সৌজন্যে ৫০০ পাউন্ডের চেক দেওয়া হয়।
গত ২৩ মে মঙ্গলবার দুপুরে নর্থনটন কলেজে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউকে এশিয়ান হোম কুপ প্রতিযোগিতা আয়োজন করেছিলেন ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফের চেয়ারম্যান সেলিব্রেটি শেফ মোহাম্মদ আলী ৫০ মিনিট সময় নিয়ে নারী রন্দনশিল্পীরা তাদের সেরা রান্নাটি বিচারকের সামনে উপস্থাপন করেন। বিচারকরা তাদের হাতের রান্না খেয়ে প্রশংসা করেন।
স্পনসর আরামিনতাজ রেস্টুরেন্ট তাদের সৌজন্যে প্রথম পুরস্কার ৫০০ পাউন্ডের বিজয়ী কাফাটাবেটের হাতে তুলে দেন নর্থা¤পটনের ভুজন বিলাসিদের প্রিয় রেস্টুরেন্ট আরামিনতাজের এমডি ডাজ ইসলাম, হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম।
অনুষ্ঠানের শুরুর আগে পলের উপস্থাপনার বক্তব্য রাখেন আইবিএম এর চেয়ারম্যান সেলিব্রেটি শেফ মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শাহ আলী, এন্ড্রু গ্রীন, ওসেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম প্রমুখ।

