আলতাব আলী দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠান ৪ মে আলতাব আলী পার্কে
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩
১৯৭৮ সালে পূর্ব লন্ডনে নৃশংস বর্ণবাদী হামলায় নিহত আলতাব আলীর স্মরণে আগামী ৪ মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উদযাপনে আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে অংশ নিয়ে বর্ণবাদীদের হাতে আলতাব আলীর নির্মম হত্যাকান্ডের ঘটনা পরবর্তী ঘৃণা ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সকল কমিউনিটির ঐক্যবদ্ধ হওয়া ও পরিবর্তনগুলো সম্পর্কে জানতে বারার সকল বয়সীর বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
২৫ বছর বয়সী বাংলাদেশী তরুণ আলতাব আলী ছিলেন একজন পোশাক কারখানার কর্মী, যিনি সবেমাত্র বিয়ে করেছিলেন এবং মৃত্যুর দিন কয়েক আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছিলেন। ব্রিক লেন এলাকার কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে হোয়াইটচ্যাপেল পার্কে তাকে মারাত্মকভাবে ছুরিকাঘাতে হত্যা করেছিলো কয়েকজন বর্ণবাদী যুবক। এই পার্কটির নামকরণ করা হয়েছে আলতাব আলীর নামে।
জাতিগত ও বর্ণবিদ্বেষ থেকে অনুপ্রাণিত এই নির্মম হত্যাকান্ড ঘৃণা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার জন্য টাওয়ার হ্যামলেটসের সকল কমিউনিটিকে সংঘবদ্ধ করেছিল এবং ঘটনাটি পূর্ব লন্ডনের জাতি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত করেছিল।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতি বছর ৪ মে শহীদ আলতাব আলী দিবস পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও কাউন্সিলের উদ্যোগে আগামী ৪ মে বৃহস্পতিবার হোয়াইটচ্যাপেলের আলতাব আলী পার্কে আয়োজন করা হয়েছে আলতাব আলী স্মরণ অনুষ্ঠানের। কর্মসূচির অংশ হিসেবে আলতাব আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং অনুষ্ঠিত হবে নিবেদিত কবিতা পাঠ।
এছাড়া আলতাব আলী দিবস উপলক্ষে “ব্রিক লেন ১৯৭৮: টার্নিং পয়েন্ট” শীর্ষক একটি ফটোগ্রাফি প্রদর্শনী ৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্র্যাডি সেন্টারে (১৯২–১৯৬ হ্যানবারি স্ট্রিট, হোয়াইটচ্যাপেল) অনুষ্ঠিত হবে।
স্থানীয় ফটোগ্রাফার পল ট্রেভর এর তোলা ছবিগুলি ১৯৭৮ সালে পূর্ব লন্ডনের বাঙালি একটিভিস্টদের নানা তৎপরতা তুলে ধরবে। আলতাব আলীর বর্ণবাদী হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত নাটকীয় ঘটনা গুলি এবং পরবর্তীতে ন্যায়বিচারের দাবিতে অনুষ্ঠিত ঐতিহাসিক র্যালির চারপাশে যারা সমবেত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাবে এই ছবিগুলি।
আলতাব আলীর বর্ণবাদী হত্যাকাণ্ডের আশেপাশের ঘটনাগুলিকে অন্বেষণ করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ডকুমেন্টারি “আলতাব আলী এবং ব্রিক লেনের যুদ্ধ” এর উন্মুক্ত প্রদর্শনী ৩ থেকে ৫ মে পর্যন্ত ২৮ কর্মাশিয়াল স্ট্রিটে অবস্থিত টয়েনবি হলের ম্যালন গার্ডেনসে অনুষ্ঠিত হবে।
বিবেকহীন আক্রমণের এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে কতিপয় তরুণ অ্যানিমেশন ডকুমেন্টারিটি তৈরি করেছেন। লাফবরো ইউনিভার্সিটির মাইগ্রেন্ট মেমোরিজ এবং পোস্ট–কলোনিয়াল ইমাজিনেশন প্রকল্পের সাথে অংশীদারিত্বে এবং ডাঃ দিওয়াস বিষ্ট এর পরিচালনায় এটি ২০২০ সালে তৈরি হয়েছিল।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেছেন, “আলতাব আলীর মর্মান্তিক ও বর্ণবাদী হত্যাকাণ্ডের ৪৫তম বার্ষিকী আমাদের কমিউনিটির এবং এর বাইরের সকলের জন্য, সকল প্রকার ঘৃণা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার জন্য একটি প্রখর অনুস্মারক হিসাবে কাজ করে।”
কেবিনেট মেম্বার ফর ইক্যূয়েলিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুসন, কাউন্সিলর সুলুক আহমেদ বলেছেন, আলতাব আলী নৃশংস হত্যাকাণ্ড পুরো কমিউনিটিকে বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছিলো। আলতাব এবং তার উত্তরাধিকারকে স্মরণ করার জন্য এবং কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তার মৃত্যুর কারণে অনুপ্রাণিত পরিবর্তনগুলি সম্পর্কে জানতে আমি তরুণ, যুবক, বৃদ্ধ সবাইকে উৎসাহিত করছি।

