পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে মহিলাকে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৮
লন্ডন, ৫ জানুয়ারি: পূর্ব লন্ডনের রেড ব্রিজ এলাকার নরফোক রোড়ে ছুরিকাঘাতে এক মহিলাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে। ৪৪ বছর বয়সী এই মহিলাকে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় ছুরিকাঘাত করা হয় বলে জানাগেছে। মারাত্মক আহত মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলেই।
এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৫ বছর বয়সী এক পুরুষকে বৃহস্পতিবার সকালে নিউহাম থেকে আটক করা হয়েছে। আটকৃকত ব্যক্তিকে ইস্ট লন্ডনের পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

