পর্নোগ্রাফি কেলেঙ্কারি: বৃটিশ উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ২২ ডিসেম্বর: দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে পর্নোছবি রাখার দায়ে বৃটিশ উপ-প্রধানমন্ত্রী ড্যামিয়ান গ্রিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তেরেসা মে’র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। সম্প্রতি অভিযোগ উঠে, বৃটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে ড্যামিয়ান গ্রিনের ব্যবহৃত কম্পিউটারে পর্নোছবি পাওয়া গেছে। কিন্তু তিনি এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব জেরেমি হেয়ুডের তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।
ড্যামিয়ানও স্বীকার করে নেন, তার কম্পিউটারে পর্নো ছবি সংরক্ষিত ছিল। এর প্রেক্ষিতেই তাকে বরখাস্ত হতে হলো। প্রধামন্ত্রী মে’কে দেয়া চিঠিতে ড্যামিয়ান লেখেন, আমি স্বীকার করছি যে পর্নোগ্রাফির অভিযোগের প্রেক্ষিতে আমার বক্তব্য ভুল ও বিভ্রান্তিকর। বিশেষজ্ঞরা বলছেন, তার বিদায় প্রধামন্ত্রী মে’র জন্য একটি বড় ধাক্কা। কেননা মে-ই তাকে ডাউনিং স্ট্রিটে চাকরি দিয়েছিলেন। দুই মাসের মধ্যে এ নিয়ে তিন জন মন্ত্রীকে বিদায় নিতে হলো। এর আগে পদত্যাগ করেছিলেন মাইকেল ফ্যালন ও প্রীতি প্যাটেল। ড্যামিয়ানের পদত্যাগের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, সরকার থেকে ড্যামিয়ান বিদায়ের ঘটনায় তিনি ব্যথিত। তিনি বলেন, ‘এটা গভীর অনুতাপের বিষয় যে, আপনাকে পদত্যাগ করতে অনুরোধ করেছি ও পদত্যাগপত্র গ্রহণ করেছি। আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

