উত্তর শাহবাজপুরে মডেল কিন্ডার গার্টেনের উদ্যোগে বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বড়লেখার উত্তর শাহবাজপুরের মডেল কিন্ডার গার্টেনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর সোয়া ১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহমদ রুহেলের সভাপতিত্বে ও শিক্ষক নয়নমণি পালের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল আহাদ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি তাজ উদ্দিন, অভিভাবক সদস্য মফিক উদ্দিন, কবি সাদিক তাজিন, জামাল উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, বাবুল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক শফি আহমদ খান, আমিনুল ইসলাম পারভেজ, তাহেরা বেগম, দিলারা বেগম, ফাহিমা বেগম, পাপিয়া ফৌজিয়া, ইউপি সদস্য সেলিম উদ্দিন খান, রফিক উদ্দিন, আলিম উদ্দিন, হেলাল উদ্দিন, তমছির আলী, অভিভাবক সদস্য এম. জুবের আহমদ, কামাল হোসেন, নজরুল ইসলাম, সাপ্তাহিক দেশ’র সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসাইন, মহিউদ্দিন সুহেল, প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, তানহা জুবের হুব্বি, রাহমি রহমান প্রমি, ফারজানা আক্তার প্রমূখ।




