সিলেটের বিয়ানীবাজারে মাদ্রাসার জমি দখল নিয়ে সংঘর্ষ , আহত ১
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়ার সারপার বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৪ নভেম্বর মঙ্গলবার ১০ টার দিকে সংগঠিত এই ঘটনায় ১জন আহত হয়েছেন। জানা যায়, সারপার গ্রামের তৈয়ব আলী ও সারপার মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে বিগত সময়েও উভয়পক্ষ বেশ কয়েকবার মুখোমুখী অবস্থান নিয়েছিলো। এরই জের মঙ্গলবার ধরে সকাল ১০টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে গত ১৫ নভেম্বর বুধবার বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী সাপ্তাহিক দেশ’কে জানান, সংঘর্ষ বা গোলাগুলি নয়, উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে হাসিব নামের এক যুবক আহত হয়েছেন। তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি সাপ্তাহিক দেশ’কে জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চলছে।


