দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৭
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি খন্দকার সিপার আহমদ সিলেটের হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তিনি দুর্গাপূজায় সিলেট শহরের মার্কেট, রাস্তা-ঘাটসহ সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

