লন্ডনে খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (যুক্তরাজ্য স্থানীয় সময় ভোর) তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল নেতাকর্মী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। লন্ডনে দীর্ঘদিন পর ছেলেকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদের নেতৃত্ব হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে যান ।
লন্ডনে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করবেন। সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহপরিচালিকা ফাতেমা বেগম।