বন্যা দুর্গতদের মাঝে ডা. জোবায়দা রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৭
সাবেক মন্ত্রী, রিয়ার এডমিরাল (অবঃ) মরহুম মাহবুব আলী খানের সুযোগ্য তনয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের উদ্যোগে মাহবুব আলী খান স্মৃতি সংসদ এর পক্ষ থেকে বন্যা কবলিত দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ বিএনপির সম্পাদক শামীম আহমদ, ডাঃ জোবায়দা রহমানের চাচাতো ভাই বাবর আলী খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি রনেতা মাসুম আলম, শামসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আলী আহমদ বলেন, দেশের বন্যা কবলিত এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করিতেছে। বন্যায় সিলেটের বিভিন্ন স্থানে লাখো মানুষ আজ পানিবন্দি। তিনি দেশে-বিদেশে বিত্তবান ও সামাজিক সংগঠনকে বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী শাহাব উদ্দীন বলেন, আকস্মিক বন্যায় শ্রমজীবী হাজার হাজার মানুষ বেকার থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। বন্যা দুর্গতদের সাহায্যার্থে ডাঃ জোবায়দা রহমানের এই মহতী উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি শামীম আহমদ বলেন, দক্ষিণ সুরমা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তফজ্জুল হোসেন, আব্দুস শহীদ পংকী, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, মো: জাকারিয়া খান, মনিরুল ইসলাম তুরন, বদরুল ইসলাম জয়দু, আব্দুল হাই মাসুক, হাজী তমজিদ আলী, আখলাকুল আম্বিয়া বাতেন, বেলাল আহমদ, মকসুদুল করিম নোহেল, আরিফুর রহমান টিপু, রুহেল আহমদ কালাম, সুন্দর আলী, দেলোয়ার আহমদ, আনোয়ার আলী মেম্বার, সুমন আহমদ বিপ্লব, আশরাফ আহমদ, আরমান আলী, আব্দুর রহমান মনসুর, মহিউদ্দিন মুন্না, জায়েদ আলী, জিয়াউল ইসলাম, সৈয়দ মাহতাব, এম.এ হালিম, মাসুদ আহমদ, মতিউর আহমদ, কাওছার আহমদ, ইয়াছিন আহমদ ফাহিম, আবু সালেহ, জয়নুল আহমদ, তাজ উদ্দিন, পারভেজ আহমদ, শিপু আহমদ, সুলেমান আহমদ, ইমরানুজ্জামান প্রমূখ। -সংবাদ বিজ্ঞপ্তি