বিশিষ্ট সমাজসেবী তমজিদ আলীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৭
যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উজানঢাকির বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী ও কভেন্ট্রি রোড জামে মসজিদের ট্রাস্টি তমজিদ আলী আর নেই।
গত ৫ জুলাই বুধবার ভোর ৪টায় বার্মিংহামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের জানাযার নামাজ গত ৬ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর কভেন্ট্রি রোড জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে ছেলে আহমদ শরীফ ও ভাতিজা, দেশী ওয়েডিং এর সত্বাধিকারি সাহার উদ্দিন আহমদ সকলের দোয়া ও কামনা করেছেন।
তমজিদ আলীরর মৃত্যুতে প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে গভীর শোক প্রকাশ করেছে। প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের পক্ষ থেকে সভাপতি মন্জুরুস সামাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক এম আব্বাছ উজ জামান,কোষাধ্যক্ষ লিয়াকত খান, প্রধান উপদেষ্টা আজাদ চৌধুরী সহ সভাপতি আব্দুল হান্নান, আতিকুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, জুবের চৌধুরী সহ সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, কয়েস আহমদ এবং প্রচার সম্পাদক হেলাল আহমদ চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চেয়ারম্যান মামুনের শোক:
সমাজসেবী, ব্যবসায়ী ও কভেন্ট্রি রোড জামে মসজিদের ট্রাস্টি তমজিদ আলীর মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, গৌছ উদ্দিন, মামুন আহমদ, আব্দুল বাসিত সহ পরিষদের সবাই মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি