ছেলেধরা ভেবে এক নারীকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: ভুল করে ছেলেধরা ভেবে ভারতের পশ্চিমবঙ্গে এক বিকলাঙ্গ নারীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। প্রথমে তাকে ধরে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর পাথর মারা হয়। তিন ঘন্টা প্রহার করা হয় লাঠি দিয়ে। অভিযোগ, তিনি একটি শিশুকে অপহরণ করেছেন। এমন পরিণতির শিকার ওই নারীর বয়স ৪২ বছর।
ইন্ডিয়া টুডের মতে, মুর্শিদাবাদ জেলার মিঠিপুর-পানাগড় গ্রামের এক ব্যক্তি গত মঙ্গলবার অভিযোগ করেন, এই নারী তার ১০ বছর বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করছিল। এরপরই গ্রামের লোকজন চড়াও হয়। তারা তাকে আটকে ফেলে। এরপর ট্রাক্টরের সঙ্গে তাকে বেঁধে তার গায়ের কাপড় ছিলে ফেলে। তার মাথার চুল কেটে দেয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথায় কান দেয় নি। তিন ঘন্টা তার ওপর প্রহারের ফলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় তিনি মারা যান। তাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তদন্ত করছে গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে গ্রামের বেশ কিছু মানুষকে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় নি।