গার্ডেন অব পিসে সমাহিত হলেন মকরম আলী : জানাজায় এসে পরিবারকে শান্তনা জানালেন লন্ডন মেয়র
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৭
দেশ রিপোর্ট: নর্থ লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত বৃটিশ-বাংলাদেশী মকরম আলী হিরন মিয়াকে অশ্রুসজল চোখে বিদায় জানালো কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ। ৩০ জুন শুক্রবার বাদ জুমা ইস্ট লন্ডন মসজিদে জানাজার নামাজ শেষে হিরন মিয়াকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। জানাজায় যোগদেন লন্ডন সিটি মেয়র সাদিক খান। তিনি নিহত মকরম আলীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে শান্তনা জানান। জানাজার নামাজে ইমামতি করেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিকভাবে এসেক্সের হেইনুল্টে গার্ডেন্স অব পিসে সমাহিত করা হয়।
জানাযা শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ আব্দুল বারী বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম কমিউনিটিকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আমাদেরকে ইসলামি চিন্তা ধারার মাধ্যমে এই পরিস্থিতি সামলে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থায়ই বিশৃঙ্খলায় জড়িত হওয়া যাবে না।
একই অভিমত ব্যক্ত করেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান। একইভাবে মুসলিম মহিলাদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান ইস্ট লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দোলোয়ার হোসেন খান।
উল্লেখ্য, মকরম আলী (হিরন মিয়া) গত ১৮ জুন রোববার রাতে ফিন্সবারী পার্ক মুসলিম ওয়েলফেয়ার মসজিদ থেকে তারাবীহের নামাজ বেরিয়ে যাওয়ার পথে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনাটি বৃটেনসহ সারা বিশ্বের মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হয় । ঘটনার পর বৃটেনের রানী এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী থেরেসা মে, লন্ডন মেয়র সাদিক খান, লেবার লিডার জেরেমি করবিন, কমিউনিটি সেক্রেটারী সাজিদ সাভিদসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মকরম আলী হিরন মিয়া মুত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । তাঁর দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের স্বরওয়ালা গ্রামে। ছোট ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন ।