বিচারে বাধা সৃষ্টি : ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৭
দেশ ডেস্ক: বিচারে বাধা সৃষ্টির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার তার বিরুদ্ধে তদন্ত করছেন। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ও রাশিয়ার সঙ্গে ট্রাম্প টিমের সম্ভাব্যতা নিয়েও তদন্ত করছেন মুয়েলার। গত সপ্তাহে সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমি। তিনি বলেছেন, এফবিআই রাশিয়া কানেকশনের তদন্ত করছিল তার অধীনে। ওই তদন্তকে প্রভাবিত করতে তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৫ জন কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে এ সপ্তাহের শুরুর দিকে মুয়েলারের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মাইক রজার, এনএসএর সাবেক উপ পরিচালক রিচার্ড লেজেট। ওয়াশিংটন পোস্ট বলছে, মুয়েলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তিরা বলেছেন, গত ৯ই মে জেমস কমিকে বরখাস্ত করার পর প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিচারে বাধা সৃষ্টির তদন্ত শুরু হয়েছে। তবে এ রিপোর্টের নিন্দা জানিয়েছে ট্রাম্পের আইনি টিম। এ টিমের মার্ক কোরালো বলেছেন, প্রেসিডেন্টকে নিয়ে এফবিআই যে তথ্য ফাঁস করেছে তা ক্ষোভের সৃষ্টি করেছে। বেআইনিও। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান মুয়েলারের টিমের সদস্যরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে রবার্ট মুয়েলারকে ১৭ই মে স্পেশাল কাউন্সেল নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।