মধ্যবর্তী নির্বাচন: স্কটল্যান্ডে এসএনপি ঠেকানোর কৌশল লেবারের জন্য বুমেরাং
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৭
আবু মিরন, স্কটল্যান্ড :
পয়ত্রিশটি আসনে বিজয়ী হয়ে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) স্কটল্যান্ডের সবগুলো দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের রূপকার এলেক্স স্যামন্ড এবং এনগাস রবার্টসনের পরাজয় দলের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে।
অন্যদিকে কনজারভেটিভের পরাজয় বিশেষভাবে লক্ষ্যনীয় । নির্বাচনে সংখ্যাগরিষ্ঠা অর্জনে ব্যর্থ হওয়ায় কোয়ালিশন সরকার গঠনের জন্য নরদার্ন আয়ারল্যাণ্ডের ডি.ইউ.পি নামক রাজনৈতিক দলের শরনাপন্ন হয়েছে। এ কোয়ালিশনের সফলতা নিয়ে আগাম আশংকা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা । এ দিকে সময় অনুযায়ী, আগামী ৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে শুরু করতে হবে ব্রেক্সিট আলোচনা । সংবেদনশীল এই আলোচনার নেই কোনো সংকল্পিত প্রস্তুতি। উপরন্ত রয়েছে ডিইউপি এর আকাশচুম্বি ডিমান্ড। সবচেয়ে বড় সংশয়ের বিষয় ডি.ইউ.পি লিডার আরল্যান ফস্টার সরাসরি কঠিন ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান করছেন । এ অবস্থায় থেরেসা মে’র শক্তিশালী ও স্থিতিশীল হওয়ার অভিপ্রায় স্বপ্ন হিসেবেই থেকে যাচ্ছে । থেরেসা মে’কে অচিরেই নেতৃত্ব থেকে বিদায় নিতে হতে পারে। এই অস্থিরতা বিদ্যমান থাকলে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
স্কটিস লেবার পার্টি কনজারভেটিভ দলকে জয়ী করার জন্য কাজ করেছে নিরন্তর। এসএনপিকে ঠেকাতে স্কটিশ লেবার লীডার কাজিয়া ডাকডিল টেলিভিশন ইন্টারভিউ’র মাধ্যমে ভোটারদেরকে টেকটিক্যাল ভোট প্রয়োগে উদ্ভুদ্ধ করেন । ফলশ্রুতিতে স্কটল্যান্ডে অনেক ক্ষেত্রে লেবার এবং কনজার্ভেটিভ মিলিতভাবে কাজ করেছে। স্থানীয় জনগন এ মিলনকে ‘লেবা-টরি’ নামে আখ্যায়িত করেছে।
লেবার-টোরি একিভূত হয়ে এসএনপিকে ঠেকানোর কৌশল অপলম্বন না করলে স্কটল্যান্ডে এসএনপি আগের অবস্থানে (৫৬সীট নিয়ে) ঠিকে থাকতে পারতো। তাহলে জেরিমি করবিন হয়তো সহজভাবে এসএনপিসহ আরো অন্যান্য দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে পারতেন। নির্বাচনে এসএনপি ঠেকাতে লিবা-টোরি জোটের ভুমিকা লেবারের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।
সবমিলিয়ে থেরেসা মে’র নেতৃত্বে কনজারভেটিভের ম্যানুফেস্টো এবং এ বারের নির্বাচন যুক্তরাজ্যকে ঠেলে দিয়েছে ভয়ংকর অস্থিতিশীল পরিস্থিতিতে।