বিশিষ্ট ব্যবসায়ী খোঁয়াজ আলী খানের স্ত্রী খালেদা খান এর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০১৭
দেশ ডেস্ক: পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন রোডস্থ খোঁয়াজ জুয়েলার্সের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী খোঁয়াজ আলী খানের সহধর্মিনী খালেদা খান ২ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টা রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন জটিল ব্যাধিতে ভুগছিলেন। মৃতু্যকালে তিনি স্বামী, ১২ ছেলেমেয়ে, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আগামী মঙ্গল অথবা বুধবার ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে হেইনুল্ট গার্ডেনস অব পিসে দাফন করা হবে বলে পরিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে ব্যবসায়ী খোঁয়াজ আলী খানের স্ত্রীর মৃতু্য সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর স্বজনসহ কমিউনিটির বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ তাঁর বেথনাল গ্রীনের ক্যানরবার্ট স্ট্রিটস্থ বাসভবনে ছুটে যান। তাঁরা পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে মরুহুমার রুহের মাগফেরাত কামনা করেন। ব্যাবসায়ী খোঁয়াজ আলী তাঁর স্ত্রীর রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।